বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: সোমবার, মে ১৭, ২০২১
প্রেস বিজ্ঞপ্তি:
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেনের সহধর্মিণী উমা সেনগুপ্তার পরলোকগমনে শোক প্রকাশ করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।
এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামে বৃটিশ বিরোধী আন্দোলন ও উচ্চশিক্ষার প্রসারে উমা সেনগুপ্তার পরিবারের ভূমিকা রয়েছে। তাঁর পিতা স্বর্গীয় সুবোধ বল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা হিসেবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর দু’ভাই সেই যুদ্ধে শহীদও হন। পরিবারের এ চেতনা তাঁর মাঝেও প্রবাহিত হয়েছিলো। তাঁর স্বামী ড. অনুপম সেন উপমহাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে এক সুপরিচিত নাম। স্বামীর এ অগ্রযাত্রায় তিনি প্রেরণা যুগিয়েছেন আজীবন।
সাঈদ আল নোমান প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ, গত ১১ মে দিবাগত রাত ১টা ১ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন উমা। ১৯৪৮ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।