বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিনজনের মৃত্যু

প্রকাশিত: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩

ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিনজনের মৃত্যু

নগরনিউজ ডেস্ক:কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আরও তিন জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- রহিম উল্ল্যাহ (৩৮), শাহীন (৩৫) ও আরমান (২২)।

বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। এর আগে গত সোমবার বিকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গনি নামে এক জেলের মৃত্যু হয়। এছাড়া শনিবার ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে মারা যান আয়ুব আলী (৫৫) নামে এক জেলে।

এদিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে আরও দুইজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ৫ দগ্ধের মধ্যে তিনজনই আইসিইউতে রয়েছেন। বাকি দুইজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, কক্সবাজারের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সকাল ৮টায় শাহীন, ১০টায় রহিম উল্ল্যাহ ও দুপুর ১টায় আরমানের মৃত্যু হয়। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা এফবি লাকি নামে একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন জেলে দগ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই ১০ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দগ্ধদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি পাঁচজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ

সর্বশেষ