বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

টেকনাফে ১৪ লাখ টাকার বিদেশী মাদক ক্রিস্টাল আইস নিয়ে আটক একজন

প্রকাশিত: শনিবার, মে ৮, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে অভিযান চালিয়ে বিদেশী মাদক ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার উপজেলার উত্তর লম্বরী ০২ নং ওয়ার্ডস্থ মেরিন ড্রাইভ রোড হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টেকনাফ সদরে মধ্য গোদারবিল এলাকার ৬ নং ওয়ার্ডের মোঃ রফিক এর ছেলে ওসমান গনি (২৩)।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১ শত গ্রাম ক্রিস্টাল মেথ যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রিমিও সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

সর্বশেষ

সর্বশেষ