বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: বুধবার, মে ২৪, ২০২৩
জেলা প্রতিনিধি, কক্সবাজার :
কক্সবাজার টেকনাফে বাহারছড়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়া সোনালীর ছেলে রহমত উল্লাহ (৪০) ও একই ইউনিয়নের বাইন্যা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)।
বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১১ টার দিকে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, বুধবার (২৪ মে) দুপুর ১১টার দিকে রহমত উল্লাহ পানের বরজে কাজ করতে যায়। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে একটি বজ্রপাতে ঘটনাস্থলেই এসে তার মৃত্যু হয়। হঠাৎ বজ্রপাতের আওয়াজ হয়। পরে খবর পেয়ে বজ্রপাতে ঘটনা স্থলে মারা যায়।
অপরদিকে, বাহারছড়া ইউনিয়নের বাইন্যা পাড়ার বাসিন্দা মুজিব উল্লাহ জানিয়েছেন, সকাল ১০ টার দিকে সাগর পাড়ে ঘুরতে যায় নুরুল ইসলামের ছেলে ধইল্যা সাগর পাড়ে বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।