রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ৬, ২০২১
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার যাবতীয় যান-যন্ত্রপাতির তথ্য ব্যবস্থাপনা, জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা, মেরামত, ভাড়া গ্রহন সহ যাবতীয় কার্যক্রম এখন থেকে সফটওয়্যার এর মাধ্যমে পরিচালিত হবে।
মঙ্গলবার সকালে নগরীর টাইগারপাসস্থ নগর ভবনে ট্রান্সপোর্ট পুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যাররের অরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়।
এসময় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজেম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্ববধায়ক প্রকৌশলী বাবু সুদীপ বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।
সফ্টওয়্যার এর কর্মপরিধি দেখে মেয়র মহোদয় সন্তোষ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে ইহার ব্যবহার শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সফ্টওয়্যারটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মেসার্স প্রাইম এন্টারপ্রাইজ এবং কারিগরি সহায়তায় নিওসিস ওয়ার্ল্ড।