বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: রবিবার, এপ্রিল ২৫, ২০২১
সারা মাস টিউশনি করে শিক্ষার্থীরা ঈদে বা কোন উৎসবে টিউশনির টাকা খরচ করে নিজের জন্য ভালো জামা নেওয়ার জন্য। আবার অনেকে আছে পরিবারের সদস্যদের উপহার দেওয়ার জন্য।
তার ব্যাতিক্রম একজন সুফিয়া আকতার আঁখি। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তিনি। চলমান লকডাউনে অনাহারে থাকা পথশিশুদের মুখে তুলে দিলেন ইফতার।
রোববার নগরীর প্রবেশদ্বার কর্ণফুলী নতুন ব্রীজ এলাকায় ২শ’ পথশিশুদের মাঝে নিজের টিউশনির টাকায় তুলে দিলেন তাদের হাতে ইফতার সামগ্রী।
বিশ্ব ব্যাপি করোনা মোকাবেলায় চলছে নানা প্রস্তুতি। লকডাউন ঘোষণার কারণে অনেক অসহায় গরীব মানুষ অর্থের অভাবে দু’বেলা আহার যোগাতে হিমশিম খাচ্ছে। বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিগন তাদের পাশে দাড়িয়েছেন।
তারই ধারাবাহিকতায় দক্ষিন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুফিয়া আকতার আখিঁ তার টিউশনীর অর্থ দিয়ে এ সকল গরীব অসহায় ও পথ শিশুদের পাশে দাড়িয়েছেন।
সুফিয়া আকতার আঁখি বলেন, প্রাথমিক পর্যায়ে প্রায় ২০০ অসহায় মানুষদের খাদ্য উপহার হিসেবে দিয়েছি। মানুষের জন্য কিছু করা এটা জননেত্রী শেখ হাসিনার থেকে শিখেছি। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনার পক্ষে এ সহয়তা চলমান থাকবে।