শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ঝাউতলা সেতু বিভাগের গুদামে আগুন

প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ৬, ২০২১

নগরীর খুলশী থানার ঝাউতলা রেললাইন সংলগ্ন রেলওয়ের সেতু বিভাগের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

সোমবার (৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশন থেকে ৬টি গাড়ি পাঠানো হয়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নির্বাপণে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুনে একটি রেলওয়ের সেতু বিভাগের গুদামের ক্ষতি ছাড়াও একটি কাঁচা দোকা পুড়ে গেছে।  

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানাবে ফায়ার সার্ভিস।

সর্বশেষ