মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার দায়ে আটক ২

প্রকাশিত: মঙ্গলবার, মে ৪, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট

নগরীর বন্দর থানার আলী মাঝির পাড়া ফারুক কলোনীতে চাকরির প্রলোভন দেখিয়ে একছরর যাবৎ জোর পূর্বক আটকে রেখে পতিতাবৃত্তি করানোর দায়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ জন কে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার ( ৪ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব- এর সহকারী পরিচালক মো.নূরুল আবছার।

আটকৃতরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকির চর নানু মেম্বারের বাড়ীর মৃত সাহাব মিয়ার ছেলে মো. নুরুল আলম (৬০) ও পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার উত্তর টিকিকারা দরজি পাড়ার আমজাদ আলী খাঁ ছেলে মো. আমির (৪৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো.নূরুল আবছার জানান, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র ব্রাহ্মনবাড়িয়া ও ভোলার তিনজন মহিলাকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক বছর যাবত জোর পূর্বক পতিতাবৃত্তি করাচ্ছে। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক ও তিনজন মহিলাকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত জিজ্ঞাসাবাদে চাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তির করানোর কথা স্বীকার করে। প্রতারক চক্রের বিরুদ্ধে বন্দর থানায় ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

সর্বশেষ