শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: বুধবার, মে ১৯, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন জামিনে মুক্তি পেয়েছন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসায় চলে যান। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল জেল গেটে।
পাঁচলাইশ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। জেলগেইট এলাকায় নেতাকর্মীরা জড়ো হলেও পুলিশি অবস্থানের কারণে সেখানে সাক্ষাত করা যায়নি।
গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সন্ধ্যায় নগরীর ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। ঐদিন বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও নগর বিএনপির সাবেক সহ-মহিলা সম্পাদক লুসি খানের ১ কোটি টাকা চাঁদা দাবির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।