শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, মে ১৫, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট :
সাতকানিয়া-লোহাগাড়া আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার (১৫ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আব্দুল্লাহ আল মাসুস বিষয়টি নিশ্চিত করে জানান, হাটহাজারীর সহিংসতার একটি মামলায় সাতদিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার ভোররাতে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।