বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: শুক্রবার, মে ২৬, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ৩১ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৪। নিহতের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা ও দুজন সাধারণ নারী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) বিকালে জাপানের নাগানো প্রশাসনিক অঞ্চলের নাকানো শহরে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সন্দেহভাজনকে আটক করে পুলিশ। সন্দেহভাজন নাকানো সিটি কাউন্সিল প্রধানের ছেলে।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে রয়টার্স জানায়, একটি জরুরি ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন অভিযুক্ত ব্যক্তি নিজের বাসায় অবস্থান নেন। পুলিশকে বাসায় ঢুকতে বাধা দেন ওই ব্যক্তি। অনেক চেষ্টার পর বাসায় ঢোকে পুলিশ এবং তাকে আটক করে।
পুলিশ জানান, ওই ব্যক্তি শিকার করার একটি রাইফেল দিয়েই মূলত লোকজনকে হত্যা করেন। হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।
জাপানে গোলাগুলি বেশ দুর্লভ। অস্ত্র কেনাও বেশ কঠিন। অস্ত্র কিনতে গুনতে হয় বিপুল অর্থ।
নগরনিউজ/আরএস/২০২৩