বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করায় সোনাইছড়ির পক্ষ থেকে সংবর্ধিত হলেন এন আর গ্রুপের রুবেল

প্রকাশিত: রবিবার, নভেম্বর ১৯, ২০২৩

সীতাকুণ্ড প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানী বাণিজ্যে স্বর্ণ পদক ট্রপি অর্জন করায় তরুণ শিল্পপতি চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির কৃতি সন্তান এন.আর.ট্রেড ইন্টারন্যাশন্যালের সত্ত্বাধিকারী মোঃ নুর উদ্দীন রুবেল সিআইপিকে সংবর্ধিত করা হয়েছে।

এর আগে গত বুধবার বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী এমপির হাত থেকে তিনি এ পুরষ্কার গ্রহণ করেন তিনি।

রপ্তানীতে দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনে ভুমিকা রাখায় সোনাইছড়ি ইউনিয়নের কৃতি সন্তান মোঃ নুর উদ্দিন রুবেলকে সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তার হাতে সন্মামনা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেকান্দর মিয়া, যুগ্ন-সম্পাদক মোঃ ইসমাইল, সদস্য রাসেদ, রুবেল, ইসমাইল,নঈম উদ্দীন, মনির, রাবু, আলাউদ্দিন সাকিব প্রমুখ।

সর্বশেষ