বুধবার, ৩১ মে ২০২৩

জমজ আম দেখতে কৌতূহলী মানুষের ভিড়

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ১৩, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট :

বিরল জমজ আম ধরেছে রাউজানের একটি গাছে। দেশি মিষ্টি জাতের এ আমের ওজন ২৫০ গ্রাম।

রাউজানের মোহাম্মদপুর গ্রামের মুয়াজ্জিন বাড়িতে মৌলভি মুহম্মদ হাফিজুর রহমান বিএবিটির বড় ছেলে আবু হেনা মোহাম্মদ আবদুল্লাহিল হাসানের রোপণ করা গাছে এ আম ধরেছে।

তাঁর নাতিন প্রাচী রাহমান (১১) দাদুর গাছ থেকে বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় আমটি ঝরে পড়লে কুড়িয়ে আনে। আমটি এক নজর দেখার জন্য আশপাশের অনেক মানুষ ছুটে আসছেন।

রওশন আকতার (৬০) বলেন, কলা, বেগুন, আলু, জাম, মুলা, গাজর এসবের জমজ দেখেছি। জীবনে প্রথম জমজ আম দেখেছি।

রাবেয়া খাতুন (৭০) বলেন, আখেরি জমানায় আরও কত কি দেখাবে আল্লাহ। এই জীবনে জমজ আম দেখিনি।

সর্বশেষ