বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩
শিরিন আক্তার আইভি
পুরো পরিবার আড্ডায় যখন আনন্দে প্লাবিত,
তখন আমার রুম থেকে ফোন বেজেই চলছে অবিরত!
বিরক্তি নিয়ে উঠে মোবাইলটা নিলাম হাতে,
খুশির ঝিলিক চোখের তারায়, ঠোঁটের কোনে হাসি সাথে।
এ একটা ফোন আমাকে বিজয়িনী করে,
ঢোলের বাজনা বাজে অন্তরের ভেতরে!
রিসিভ করা হয়নি কতো গুলো বছর,
কন্ঠটা শোনার ইচ্ছে অথবা জানতে কি খবর?
জনমের আঁড়ি এইবার,
বলেছিলাম শেষবার,
তুমি খু্ঁজবে বারবার,
কথা হবেনা কখনো আর!
মেনে নিয়ে সহজেই হার,
কেনো অযথা হাহাকার?
হারিয়ে বুঝেছো,আমি পরশ পাথর!
তাই পাবার আশায় এতোটাই কাতর?
ভাগ্যে থাকি না আমি কোনো অভাগার,
তাই হারালে আমায় একবার,
শোক আজীবনের রত্ন হারাবার!