শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

চেয়ারম্যান গিয়াসকে দল থেকে বহিষ্কার ও শাস্তির দাবি

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৭, ২০২১

মীরসরাই প্রতিনিধি:

মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের এক নারীকে অনৈতিক কু-প্রস্তাব দেয়ার অভিযোগে থানায় অভিযোগ হওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছেন মীরসরাই পৌরসভা ছাত্রলীগ।

২৭মে (বৃহস্পতিবার) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আওয়ামীলীগ অফিসে সামনে মীরসরাই পৌরসদরের সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ২২মে মীরসরাই থানায় ভুক্তভোগী নারীর অভিযোগ দায়েরের পর মীরসরাইবাসী ক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

মানববন্ধনে বক্তাগণ বলেন, অসহায় নারীর সরলতার সুযোগ নিয়ে তার সমস্যা সমাধানের নামে তাকে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে, মোবাইল ফোনে অনৈতিক কু-প্রস্তাব দেওয়া জঘন্য অপরাধ। এহেন কর্মকান্ডের অভিযোগের সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলে আগামীতে আর কেউ এমন কর্মকান্ড জড়ানোর সাহস করবে না।
এই সময় মানববন্ধনে বক্তারা বলেন, কুলাঙ্গার গিয়াস উদ্দিনকে যাতে দ্রুত বিচারের সম্মুখীন করা হয় আর যাতে কোন মা বোন এর সরলতার সুযোগ নিয়ে কেউ কু-প্রস্তাব না দেয়। অনতিবিলম্বে এই সাবেক উপজেলা চেয়ারম্যানকে দল থেকে যাতে বহিষ্কার ও আওয়ামীলীগ থেকে বহিস্কারের দাবী জানান এবং প্রশাসনকে তার গ্রেফতারের দাবী জানিয়েছেন।

বাংলাদেশ সময় ০৪. ৫২ পিএম,
নগর নিউজ/ইএইচ/ ইএ/ ২৭ মে ২০২১

সর্বশেষ