বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩
নগর প্রতিবেদক:চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ জনাবা আফরোজা জহুর। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বাংলাদেশী একটি সংস্থার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকায় রওনা হয়েছেন।
সে সময় সিটি মেয়রকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর (আফরোজা কালাম), কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
তিনি ঢাকা থেকে শুক্রবার দিবাগত রাত ১.৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস্ আন্তর্জাতিক বিমান বন্দরের পথে রওনা হবেন। মেয়র রেজাউল করিম চৌধুরী যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৪ জুন (রোববার) দেশে ফিরবেন বলে কথা রয়েছে।
সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সময়ে প্যানেল মেয়র ও সংক্ষিত কাউন্সিলর আফরোজা জহুর (আফরোজা কালাম) ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।
তিনি কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবায় সকলকে আন্তরিকতার সাথে কাজ করবেন তিনি।
নগরনিউজ/আরএস/২০২৩