বুধবার, ৩১ মে ২০২৩

চসিকের বকেয়া ১৫ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স আদায়

প্রকাশিত: মঙ্গলবার, মে ২৫, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ রাজস্ব সার্কেল-২ এর আওতাধীন কালুরঘাট শিল্প এলাকার গোল্ডেন হাইট্স ইন্ডাষ্ট্রিজ লিঃ থেকে ৪ লাখ ৯০ হাজার ও হাজী ছাবের আহমদ টিম্বার এন্ড কন্টেইনার ইয়ার্ড থেকে ২ লাখ ২৪ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আদায় করা হয়েছে।

মঙ্গলবার নগরীর মোহরা ও কালুরঘাট শিল্প এলাকায় এই অভিযান চালান সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

অভিযানে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ মোহরা কামাল বাজার এলাকায় ০৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা আদায়সহ ৭ লাখ ৬৪ হাজার টাকা আদায় করা হয়।

এছাড়াও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ০৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়কল্পে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

বাংলাদেশ সময় ০৮.০১ পিএম
নগরনিউজ/ইএ/ ২৫ মে ২০২১

সর্বশেষ