শনিবার, ২৫ মার্চ ২০২৩

চসিকের অভিযান, মাস্ক না পরায় ১১জনকে জরিমানা

প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে মাস্ক না পরার কারণে ১১ জনকে ২ হাজার দুইশত টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, গণি বেকারী ও জামালখান এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের উর্দ্ধগতির মধ্যে স্বাস্থ্যবিধি লংঙ্ঘন করে মাস্ক পরিধান না করে বাসা থেকে বের হওয়ার দায়ে তাদের এ জরিমানা করা হয়েছে বলে জানানো হয়।

আরো পড়ুন