বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ১৩, ২০২১
করোনাক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২০ মার্চ ফরিদ আহমেদ অসুস্থ হয়ে পড়েন।এরপর প্রথম দফা করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও ২৫ মার্চের ফল পজিটিভ আসে। সেদিনই তাকে ভর্তি করানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।
অবস্থার অবনতি হলে সেখান থেকে স্কয়ার হাসাপাতালের আইসিইউ ইউনিটে তাকে স্থানান্তর করা হয়। সঙ্কটাপন্ন ১১ এপ্রিল তাকে রাখা হয় লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ফরিদ আহমেদ।
পেশাগত জীবনে অসংখ্য কালজয়ী গানে সুর দিয়েছেন তিনি। গান তৈরি করেছেন সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, কুমার বিশ্বজিৎসহ অনেক গুণী শিল্পীর জন্য।
২০১৭ সালের সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনা করে এ পুরস্কার অর্জন করেন তিনি।