শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ২, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অুনসারী ইন্টার্ন চিকিৎসক ডা. হাবিবুর রহমানের দায়ের করা মামলায় এই দুই বহিরাগতকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ মে) বিকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ১০ নম্বর আসামি রবিউল ইসলাম রাজু ও ১২ নম্বর আসামি হানিফ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চমেক ছাত্রলীগের সভাপতি ডা. হাবিবুর রহমান বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে আরেকটি পাল্টা মামলা দায়ের করেন শিক্ষা উপমন্ত্রী নওফেলের অনুসারীরা। ডা. রিয়াজুল ইসলাম জয় বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে এই মামলা করেন।
এর আগে গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে চমেক ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের জেরে দুইজন ইন্টার্ন ডাক্তারসহ পাঁচজন আহত হন। এরমধ্যে চমেকের ৫৭তম ব্যাচের ইন্টার্ন ডাক্তার ও বর্তমান সভাপতি হাবিবুর রহমানও রয়েছেন। এর জের ধরে গত বুধবার থেকে কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।