বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

চমেকে চিকিৎসকদের জন্য করোনা টেস্ট বুথ স্থাপন

প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় চিকিৎসকদের জন্য করোনা টেস্টিং বুথ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে চমেক হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিশেষ এই বুথটি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চমেকের প্রিন্সিপাল অধ্যাপক ডা. সাহেনা আকতার, চমেক শিক্ষক সমিতির সভাপতি ডা. মো. মনোয়ারুল হক শামীম এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট কলামিস্ট ও ইসলামি গবেষক আহমদুল ইসলাম চৌধুরী ও এডভোকেট সায়মন।

সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) সহযোগিতায় মেডিকেল কলেজের শাহ্ আলম বীর উত্তম মিলনায়তনে স্থাপিত বুথটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে চমেক শিক্ষক সমিতি।

ইএম/এনই/নগর নিউজ

সর্বশেষ