শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, মে ২৪, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট :
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এ কে এম রেজাউল করিম ভূঁইয়া (৬২) নামের এক আসামি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
সোমবার এ আসামির মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িঁর সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, সকাল সাড়ে ১১টার দিকে বুকে ব্যথা নিয়ে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গত ২৫ এপ্রিল দায়রা ২০৪৩/১০ সিআর ১২৩১/০৮ ধারা, এনআই অ্যাক্ট এর ১৩৮ ধারার মামলায় কারাগারে আসেন রেজাউল করিম ভূঁইয়া। তিনি আকবরশাহ থানার ফিরোজ শাহ্ কলোনির মৃত নূর আহাম্মদের পুত্র। আসামি রেজাউল কারাগারে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৫.০১৩ পিএম, ২৪ মে ২০২০
ইএ/নগর নিউজ