বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

চবির শাটল ট্রেনে ২০ শিক্ষার্থী আহত,ভাঙচুরের ঘটনায় ৩ মামলা

প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩

চবির শাটল ট্রেনে ২০ শিক্ষার্থী আহত,ভাঙচুরের ঘটনায় ৩ মামলা

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনের ছাদে গাছের সাথে ধাক্কা খেয়ে ২০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে৷ হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ক্যান্টনমেন্টের চৌধুরীহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এসময় কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়। এছাড়া কয়েকজন চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান।এসময় তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক বাস, ভিসি বাংলো, পুলিশ বক্স, শিক্ষক ক্লাব ভাংচুর করা হয়।

এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) আইসিইউতে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ৫ জনকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌধুরীহাট এলাকায় রেললাইন বরাবর একটি গাছ ঝুঁকে গেছে৷ রাতে শাটল ট্রেনের ছাদে ফেরা শিক্ষার্থীরা এতে আঘাতপ্রাপ্ত হন। এতে কেউ কেউ ছিটকে পড়ে যান, কেউ অজ্ঞান হয়ে ছাদের উপরেই পরে থাকেন। কাউকে কাউকে আহত অবস্থায় ছাদ থেকে নামানো হয়েছে৷ পরে আহতদের নিকটস্থ হাসপাতালগুলো ভর্তি করা হয়।

একই ট্রেনে আসা ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোঃ মোশাররফ হোসেন বলেন, ট্রেন চলন্ত অবস্থাতেই আমরা বুঝতে পারি ছাদে কিছু একটা হয়েছে। ট্রেন থামিয়ে কয়েকজনকে উদ্ধার করে ফতেহাবাদ ক্লিনিকে নিয়ে যাই।এর আগে বৃহস্পতিবার বিকেলেও শাটল ট্রেনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কায় একজন আহত হয়ে প্রচুর রক্ত খনন হয়। তখন বিষয়টি চৌধুরীহাটের স্টেশন মাস্টারকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে জানাতে শুক্রবার বিকাল ৫টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তিনি বলেন, গতকাল রাত পৌনে ১০টার দিকে জানতে পারলাম কিছু ছাত্র আহত হয়েছে। সিন্ডিকেট মেম্বারসহ অন্যান্য দায়িত্বশীলদের নিয়ে আমরা হাসপাতালে হাসপাতালে ঘুরেছি। কিন্তু এরইমধ্যে কিছু শিক্ষার্থী নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।এই ঘটনায় আলাদা ৩ টি অজ্ঞাতনামা মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আরও মামলা করা হবে।

এসময় তিনি প্রকৃত আসামীদের চিহ্নিত করতে সাহায্য করতে সাংবাদিকদের আহবান জানান।

সর্বশেষ

সর্বশেষ