শনিবার, ০১ এপ্রিল ২০২৩

চবির বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে পারছে না শিক্ষার্থীরা, ঘুরছে বহিরাগতরা

প্রকাশিত: শুক্রবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৩

এম এ শামীম, চবি সংবাদদাতা

পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে একাধিক দর্শনীয় স্থান। এরমধ্যে অন্যতম বোটানিক্যাল গার্ডেন। হরেকরকম ফুল, ফল ও বনজ গাছের বোটানিক্যাল গার্ডেন বাড়িয়ে দিয়েছে ক্যাম্পাসের সৌন্দর্য। তাই সুযোগ পেলেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা ঘুরতে যান বোটানিক্যাল গার্ডেনে। কিন্তু প্রায় বাঁধার মুখে পড়তে হয় তাদের। শিক্ষার্থীদের দাবি বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেলে ঢুকতে দেওয়া হয় না। সব সময় তালা লাগিয়ে রাখার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া না হলেও গার্ডেনে রয়েছে বহিরাগতদের ছড়াছড়ি। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ক্ষোভ । শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গিয়ে গেইটে কর্তব্যরত গার্ডদের বাঁধার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী।

তাদেরকে ভেতরে ঢুকতে দেওয় না হলেও ভেতরে বহিরাগতদের ঘুরতে দেখা যায়। এ নিয়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে গেলে তাদের প্রতিবাদের মুখে দায়িত্বে থাকা লোকেরা গেট খুলে দেয়।

এ বিষয়ে ইংরেজি বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থীর প্রণব বালা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি নান্দনিক স্থান হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখানে শিক্ষার্থীরা একটি ভালো মুহূর্ত উপভোগ করতে আসে। কিন্তু যখন এই স্থানে বিশ্ববিদ্যালয়ের বহির্ভূত মানুষেরা অবস্থান করে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্থানটিতে যেতে বাঁধার সম্মুখীন হয়, তখন ব্যাপারটা খুবই দুঃখজনক বলে মনে হয়।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুদ্র বৈরাগী বলেন, আজ আমাদের সাথে যেটি ঘটেছে তা খুবই অবাক করার মত ঘটনা কেননা আমরা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী এখানে আমাদের অগ্রাধিকার থাকার কথা কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও এখানে ঢুকতে পারছি৷ না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম জানান, বোটানিক্যাল গার্ডেনের দায়িত্বে রয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ। এ বিষয়ে কথা বলতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড হারুনুর রশিদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি ।

সৌন্দর্য ও প্রকৃতির লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । দেশের সর্ববৃহৎ এই ক্যাম্পাসে পড়াশোনা করেন ২৫ হাজারের অধিক শিক্ষার্থী।

সর্বশেষ