বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

চবিতে ৬ষ্ঠ ফেয়ারসিনেমা প্রদর্শন

প্রকাশিত: রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩

চবি প্রতিনিধি

বাংলাদেশস্থ ইতালীয় দূতাবাসের সহযোগিতায় ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আবারও আয়োজন করতে যাচ্ছে ইতালীয় সিনেমার বিশেষ প্রদর্শনী Fare Cinema Bangladesh 2023. এবারের ৬ষ্ঠ তম Fare Cinema স্বশরীরে অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে।

বিভাগীয় প্রদর্শনীর চট্টগ্রাম বিভাগের সহযোগী হিসেবে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। রবিবার প্রদর্শনীটি সকাল ১১টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারি-০২ এ অনুষ্ঠিত হয়েছে।

এ প্রদর্শনীতে ছিলো ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- A Conspiracy man, His name was Cargo ও ১টি পূর্ণদৈর্ঘ্য ইতালীয় প্রামান্যচিত্র- ANANDA. আর সাথে থাকছে ভারতীয় চলচ্চিত্র পন্ডিত অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের Art of Watching Cinema বক্তৃতা।

বিশ্ব চলচ্চিত্রের সূচনা কিংবা এর মানচিত্রের অনকেটা জায়গা দখল করে আছে ইতালীয় সিনেমা। ভারতীয় উপমাদেশের শিল্পমান চলচ্চিত্র শিল্প অনেকটাই ইতালিয়ান নিও-রিয়ালিজম দ্বারা প্রভাবিত।

সর্বশেষ

সর্বশেষ