বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

চবিতে ভিন্নষড়জের আয়োজনে ‘কথা ও গান’ আয়োজিত

প্রকাশিত: রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ভিন্নষড়জের আয়োজনে এবং খ্যাতিমান সূফী – বাউল সাধক আরিফ দেওয়ানের কথা ও সংগীত পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে ” কথা ও গান “।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় চবির চাকসু ভবনের ৩য় তলায় এ অনুষ্ঠান আয়োজিত হয়। ভিন্নষড়জের সভাপতি এ. কে.এম. কৌশিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন চবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ড. আনোরুল ইসলাম শামীম, অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী, ড. মাখন চন্দ্র রায় ও দেবাশীষ প্রামাণিক।

অনুষ্ঠানে আলোচকগন বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসি) প্রতিষ্ঠা করা আমাদের প্রাণের দাবি। ভিন্নষড়জ বরাবরই এই দাবি রেখে আসছে।

অনুষ্ঠানের মূল আকর্ষন হিসেবে ছিলেন শিল্পী আরিফ দেওয়ান। এছাড়াও অনুষ্ঠানে ভিন্নষড়জের শিল্পীবৃন্দও সংগীত পরিবেশন করেন।

সর্বশেষ

সর্বশেষ