শনিবার, ০১ এপ্রিল ২০২৩
প্রকাশিত: শনিবার, মার্চ ১১, ২০২৩
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বাংলার মুখের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পটভূমিকায় রেসকোর্স টু পল্টন শিরোনামে ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কন্সার্ট ফর স্মার্ট বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উন্মুক্ত মঞ্চে সন্ধ্যা ৬ টার সময় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন চবি শাখা ছাত্রলীগের সহ সভাপতি আবু বকর ত্বোহা। উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাবিব শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন বাংলার মুখ উপগ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু বকর তোহা। তিনি বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস তুলে ধরতে আমাদের এই আয়োজন। যারা স্বাধীনতাকে অস্বীকার করে তাঁদের জবাব দিতে দেশের উন্নয়নকে তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ কর্মী হিসেবে আমরা বহুদূর এগিয়ে যাবো।
এছাড়াও এতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে আঞ্চলিক গানের সংগঠন সরলা এবং মানবিক গান পরিবেশনা করেন।
এছাড়াও উপগ্রুপের নবীন কর্মীদের বরণ করে নেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, আবির ইকবাল, মো: নাইম সিকদার, আবদুল্লাহ আল মামুন সুইট’সহ ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, পারভেজ হাসান, শরিফ আহমেদ, আবদুর রহিম আরমান, জাহিদ হোসেন এবং অন্যান্য নেতাকর্মীসহ প্রায় ২০০ জন।