বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
প্রকাশিত: সোমবার, মে ১০, ২০২১
প্রেস বিজ্ঞপ্তি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।
সোমবার দুপুরে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ এম মুজিবুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ডঃ অজয় কুমার দও, গণিত বিভাগের সহকারী অধ্যাপক হাছানুল ইসলাম।
এ সময় কলেজ অধ্যক্ষ মুজিবুল হক বলেন, করোনা মহামারীর এই সময়ে সাধারণ জনজীবন বিপর্যস্ত। এই সময়ে আমাদের সকলের উচিত একে অপরের পাশে দাড়ানো। কলেজ ছাত্রলীগ বরাবরের মত এই সংকট কালে কলেজের কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী নিয়ে দাড়িয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর তাদের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানায়।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, করোনা মহামারীর শুরু থেকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহোদয় আমাদের যে কোন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। করোনা মহামারীর শুরু থেকে আমরা সমাজের নানা পেশার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি তারই অংশ হিসেবে শিক্ষা উপমন্ত্রীর নির্দেশনায় কলেজের দেড় শতাধিক কর্মচারীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, অনিক চৌধুরী সোহেল, বিশ্বজিৎ শর্মা, জাহেদ হাসান সাইমন, আব্দুল্লাহ আল সাইমন, মিনারুল হক, অর্ণব দেব, জামশেদ উদ্দীন, ওয়াহিদুর রহমান সুজন, আব্দুল মালেক রুমি, মোস্তফা আমান, ইয়াছির আরফাত রিকু, আকবর খান, তৌহিদুল করিম ইমন, আবু তুরাব, গোবিন্দ দত্ত, মো: সায়েদ হোসেন রিফাত, বিশাল হাজারী প্রমুখ।