বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

চট্টগ্রামে পিকে হালদারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: রবিবার, এপ্রিল ৪, ২০২১


এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ পাঁচজনের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার মোহাম্মদ আবদুল আলীম চৌধুরীর পক্ষে মামলাটি দায়ের করেছেন তার কর্মচারী শোয়েব রশিদ।  

মামলার আসামিরা হলেন, বনানী এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪৫), ঢাকার উত্তরা এলাকার মো. সিদ্দিকুর রহমান (৫২), ঢাকার তেজগাঁও এলাকার উজ্জ্বল কুমার নন্দী (৪১) ও পিরোজপুরের কৃষ্ণনগর এলাকার রতন কুমার বিশ্বাস (৫৪)।

আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজার হোটেল রেডিসন ব্লু’র ৬০ হাজার ৮০০ শেয়ার পিকে হালদারের কাছে বিক্রি করেন মোহাম্মদ আবদুল আলীম চৌধুরী। ব্যাংক থেকে ঋণ নিয়ে ছয় মাসের মধ্যে এ টাকা পরিশোধ করার কথা চুক্তিতে থাকলেও সে অনুযায়ী টাকা পরিশোধ করেনি, শেয়ারও ফিরিয়ে দেননি পিকে হালদার।

মামলার বাদীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল সরকার জানান, পিকে হালদারসহ পাঁচজনের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা করা হয়েছে। মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত মামলার পরবর্তী তারিখ আগামী ২৬ জুন ধার্য করেছেন।

সর্বশেষ