মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

চট্টগ্রামে করোনায় মৃত্যু ১১জনের, আক্রান্ত ১৭১ জন

প্রকাশিত: শনিবার, এপ্রিল ২৪, ২০২১

করোনা

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭১ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৮৮৭ জন।

এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। মৃত্যু হওয়া ৮ জনই নগরীর বাসিন্দা ও ৩ জন জেলার। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৯৭ জনের।

রোববার (২৫ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিভাসু, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মা ও শিশু হাসপাতালে কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

এদিন বিআইটিআইডি ল্যাবে ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১২ জনের৷ এতে আক্রান্ত হয়েছেন ২৪ জন।


আরটিআরএল এ ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৭১ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ১৪১ জন এবং উপজেলায় ৩০ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।

সর্বশেষ