সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩
নগর প্রতিবেদক::
চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী হিসেবে প্রতিটি আসনে রয়েছে একাধিক প্রার্থী।
চট্টগ্রাম-১ আসনে (মীরসরাই) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোরশেদ চৌধুরী এলিট ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুবুর রহমান রুহেল।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি এমএ জিন্নাহ ও কেন্দ্রীয় নেতা প্রফেসর এমডি কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা দলের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম চৌধুরী ইউছুফ।
চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের বর্তমান এমপি খাদিজাতুল আনোয়ার সনি, নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার, জেলা পরিষদ সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য সাদাত আনোয়ার সাদী।
বিএনপির প্রার্থী হিসেবে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, পেশাজীবী পরিষদের মহাসচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, কেন্দ্রীয় বিএনপির সদস্য বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
এছাড়াও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বর্তমান এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাজহারুল হক শাহ।
চট্টগ্রাম-৩ আসনে (সন্দ্বীপ) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা, উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আফতাব খান অমি, জেলা যুবলীগের সহ-সভাপতি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন।
বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল পাশা, মিজানুর রহমান চৌধুরী মিল্টন, জেলা বিএনপি নেতা আবু তাহের, প্রবাসী বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
এছাড়াও জামায়াতে ইসলামীর আলাউদ্দিন সিকদার; জাতীয় পার্টির আবদুস সালাম; জাসদের নুরুল আক্তার ও এনপিপির প্রেসিডিয়াম সদস্য মুকতাদের আজাদ খান।
চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান এমপি দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, শিল্পপতি লায়ন মো. ইমরান, চসিকের কাউন্সিলর নিছার উদ্দীন আহমেদ মঞ্জু।
এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দি লায়ন আসলাম চৌধুরী।
চট্টগ্রাম-৫ আসনে (হাটহাজারী) মনোনয়ন প্রত্যাশীরা হলেন আওয়ামী লীগের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, জেলা আওয়ামী লীগ নেতা ইউনুচ গণি চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম রাসেল, মঞ্জুর আলম, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী।
বিএনপির প্রার্থী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দিন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর হেলাল উদ্দিন, সাবেক এমপি ও হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা।
এছাড়াও জোটগত দুই দল থেকে প্রার্থী হিসেবে আলোচনায় আছেন বর্তমান এমপি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইবরাহিম বীর-প্রতীক।
চট্টগ্রাম-৬ আসনে (রাউজান) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, জেলা আওয়ামী লীগ নেতা দেবাশীষ পালিত ও যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
বিএনপিতে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, গিয়াস কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী।
এছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিব রশিদ চৌধুরী।
চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগে বর্তমান সংসদ সদস্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএনপিতে সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, শওকত আলী নূর।
এছাড়াও জাতীয় পার্টির সাবেক এমপি নজরুল ইসলাম, এলডিপির সাবেক এমপি নুরুল আলম চৌধুরী।
চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী-চান্দগাঁও আংশিক) মনোনয়ন প্রত্যাশীরা হলেন আওয়ামী লীগে বর্তমান এমপি নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রদূত এসএম আবুল কালাম, এফবিসিসিআইয়ের পরিচালক জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম, সাবেক এমপি মোছলেম উদ্দিন আহমদের স্ত্রী শিরীন আক্তার, বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি এসএম আবু তৈয়ব, জেলা আওয়ামী লীগের নেতা আবদুল কাদের সুজন, এস এম কফিল উদ্দিন, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
বিএনপিতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহ।
এছাড়াও জাতীয় পার্টির এয়াকুব হোসেন, আমান উল্লা আমান।
চট্টগ্রাম-৯ আসনে (কোতোয়ালি) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান এমপি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বিএনপিতে একক প্রার্থী হিসেবে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। জাতীয় পার্টিতে নগর সভাপতি সোলায়মান আলম শেঠ ও সানজিদ রশিদ চৌধুরী।
চট্টগ্রাম-১০ আসন (ডবলমুরিং) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান এমপি মহিউদ্দিন বাচ্চু, ডা. আফছারুল আমীনের ভাই এরশাদুল আমীন, স্ত্রী ডা. অধ্যাপক কামরুননেছা, ছেলে ফয়সাল আমীন, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, একেএম বেলায়েত হোসেন, বদিউল আলম, হেলাল উদ্দিন চৌধুরী তুফান, সৈয়দ মাহমুদুল হক, সাবেক সিটি মেয়র এম মনজুর আলম, ফরিদ মাহমুদ।
বিএনপিতে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম-১১ আসনে (বন্দর-পতেঙ্গা) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান এমপি এমএ লতিফ, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মশিউর রহমান চৌধুরী।
বিএনপিতে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর পুত্র ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম-১২ আসনে (পটিয়া) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিএমইএ নেতা মো. নাছির, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, সংরক্ষিত আসনের সাবেক এমপি চেমন আরা তৈয়ব, যুক্তরাষ্ট্র প্রবাসী জুলকারনাইন চৌধুরী জীবন, মেজর জেনারেল (অব.) এম এ ওয়াদুদ।
বিএনপিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজ উল্লাহ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু।
জাতীয় পার্টিতে সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, নুরুচ্ছাফা সরকার, এলডিপিতে কেন্দ্রীয় নেতা ইয়াকুব আলী।
চট্টগ্রাম-১৩ আসনে (আনোয়ারা) মনোনয়ন প্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একক প্রার্থী।
বিএনপিতে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম, জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
জাতীয় পার্টিতে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুজন দে, উপজেলা সভাপতি আবদুর রব চৌধুরী টিপু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনি।
চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) মনোনয়ন প্রত্যাশীরা হলেন আওয়ামী লীগে বর্তমান এমপি নজরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী।
বিএনপিতে কেন্দ্রীয় বিএনপির পরিবার পরিকল্পনা সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম, অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার। এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিএনপি জোটের প্রার্থী হিসেবে এগিয়ে আছেন।
জাতীয় পার্টিতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ জা ম অলি উল্লাহ চৌধুরী মাসুদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সোনা মিয়া ও একেএম বাদশা মিয়া।
চট্টগ্রাম-১৫ আসনে (সাতকানিয়া-লোহাগাড়া) মনোনয়ন প্রত্যাশীরা হলেন আওয়ামী লীগে বর্তমান এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান।
বিএনপিতে লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক সভাপতি আবদুল গাফফার চৌধুরী।
এছাড়াও জামায়াতে ইসলামীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, জাফর সাদেক ও এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ।
চট্টগ্রাম-১৬ আসনে (বাঁশখালী) মনোনয়ন প্রত্যাশীরা হলেন আওয়ামী লীগে বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপি, অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, সাবেক এমপি সুলতানুল কবিরের ছেলে চৌধুরী গালিব সাদলি, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন, মোকাম্মেল হক চৌধুরী আলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জমির উদ্দিন সিকদার।
বিএনপিতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনি, লিয়াকত আলী, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী।
এছাড়াও জাতীয় পার্টির সাবেক সিটি মেয়র ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী; জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী।