শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, এপ্রিল ১০, ২০২১
নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন (১৩) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে চকবাজার থানার গণি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু ইমন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার তাজুল ইসলামের ছেলে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, টোকাই ছেলেটি প্রতিদিনের মত জিনিসপত্র খুঁজতে বেরিয়ে ছিল।
গণি কলোনি এলাকায় তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে শিশুটির মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।