বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

গ্রেফতারের খেলায় মেতেছে সরকার: ফখরুল

প্রকাশিত: রবিবার, মে ২৮, ২০২৩

নগর ডেস্ক :

রাজধানীর একটি হোটেল থেকে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (২৮ মে) এক বিবৃতিতে মির্জা ফখরুল এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ আওয়ামী লীগ সরকার। এখন দিশেহারা হয়ে তারা অমানবিকভাবে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে সরকার।’

ফখরুল বলেন, বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে।

আব্দুর রহমান চেয়ারম্যানকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দেয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহমানকে রোববার ঢাকায় আটক করে পুলিশ।

সর্বশেষ

সর্বশেষ