মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, এপ্রিল ১৭, ২০২১
বাঁশখালী উপজেলার গন্ডামারায় এস আলম পাওয়ার প্লান্টে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
শনিবার দুপুরে ঘটনাস্থলে জেলা প্রশাসনের এক বৈঠক শেষে ৪ সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের ঘোষণা দেয়া হয়।
এদিকে পুলিশের পক্ষ থেকেও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে বলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানিয়েছেন।
জেলা প্রশাসনের চার সদস্যের কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারকে। পুলিশের তিন সদস্যের কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান।
কর্মরত শ্রমিকদের কর্ম পরিবেশ নিশ্চিত করা ও স্থানীয় ইন্ধনদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, অসন্তোষের জের ধরে বিক্ষোভরত শ্রমিকদের সাথে আজ সকালে পুলিশের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। বর্তমানে ঘটনাস্থলে ব্যাপক র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে।