শনিবার, ০১ এপ্রিল ২০২৩

গণ্ডামারায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত একজনের মৃত্যু

প্রকাশিত: বুধবার, এপ্রিল ২১, ২০২১

চট্টগ্রাম: বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে আহত মো.শিমুল (২৩) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।


বুধবার (২১ এপ্রিল) সন্ধায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
নিহত মো.শিমুল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার জানাহুরা এলাকার আবদুল মালেকের ছেলে।

মৃত্যু বিষয়টি করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া বলেন, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হল ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। একই দিন অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়েছে।


শনিবার (১৭ এপ্রিল) সকালে গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ৫ জন নিহত হন।


আহত হয়েছেন প্রায় ৩০ জন। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ