শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ১৩, ২০২১
করোনা ভাইরাসের সংক্রমণ সামাল দিতে আগামীকাল বুধবার থেকে যে এক সপ্তাহের লকডাউন দিয়েছে সরকার, সে সময় সব ব্যাংক বন্ধ থাকবে।
তবে শিল্প উৎপাদন চালু থাকায়, আমদানি-রপ্তানির স্বার্থে ব্যাংকের বন্দরকেন্দ্রিক শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে হিসেবে চট্টগ্রামের বন্দর এলাকার সব বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক থেকে ইতোমধ্যে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানোও হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, আগামীকাল বুধবার থেকে লকডাউনে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময় শিল্প উৎপাদন চালু থাকায়, আমদানি-রপ্তানির স্বার্থে বন্দরকেন্দ্রিক সব ব্যাংকের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।