সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, নভেম্বর ১১, ২০২৩
আয়েশা ফেরদৌসী::
এই যে প্রিয়পুরুষ,
এতো দিন তো ভালোবাসা দেখলেন। এবার দেখবেন অবহেলা। এবার দেখবেন কি পরিমাণ এড়িয়ে যেতে পারি আমি অন্যকে। ভালোবেসে আমি যেমন জীবন দিতে পারি তেমন জীবন নিতেও পারি তা এবার বোঝাবো আপনাকে।
তাতে অবশ্যই কোনো কিছুই যাবে না, আসবে না আপনার। কারণ আর ১০ টা মানুষের মতো-ই আপনিও মুখোশ মানুষ। বরাবরের মতো-ই এবারও মানুষ চিনতে ভুল হয়েছে আমার। ভুল হয়েছে গতো ৩/৪ টা মাস উলুবনে মুক্ত ছড়ানো। নিজের প্রতি প্রচণ্ড অত্যাচার করা হয়েছে, করা হয়েছে অন্যায় আর বোকামি। বরাবরের মতো-ই ভুলকে ফুল ভাবা আমি আবারও বাঁশ খেলাম প্রবলভাবে।
তবে কি জানেন, আমি বিশ্বাস করি বা মানি জীবনের শেষ নিঃশ্বাসটা ফেলার আগ মূহুর্ত পর্যন্ত সময় থাকে নিজেকে ভালো সময় দেওয়ার। বা নিজেকে ভালো কাজে ফেরানোর। কিংবা নিজে শুধরে নিয়ে সামনে ভালো কিছুর সাথে পথ চলার।
তাই বন্ধু, আমি ভেঙে না পড়ে আবার নতুন করে, নতুন ট্র্যাকে, নব উদ্যমে নতুনভাবে শুরু করলাম পথ চলা।
মন থেকে দোয়া আর ভালোবাসা রইলো আপনার জন্য।
আমার জন্য আপনার দোয়া চাই না। আমার আল্লাহ নিশ্চয়-ই আমায় অনেক, অনেক,অনেক ভালো রাখবেন।
কেউ না আমি আপনার…