সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

খোলা চিঠি

প্রকাশিত: সোমবার, নভেম্বর ২০, ২০২৩

খোলা চিঠি

আয়েশা ফেরদৌসী

এই যে প্রিয়পুরুষ আমার,
ভেবেছেন ভুলে গেছি? তাই কি হয় বলুন?

আপনি আমার কি, কে, কেনো তা কি অজানা আপনার? এই যে মনে মনে আপনার সাথে সারাক্ষণ আমার যে খুঁনসুটি চলে তা কি আপনি বোঝেন না? নাকি বুঝেও না বোঝার অভিনয় করেন?

অভিনয় ভালো জিনিস। করুন সমস্যা নাই। আচ্ছা বলুন তো এবার–
“কেমন কাটলো আপনার জন্মতারিখটি?”

আগের চেয়ে খুব বেশি খারাপ, নাকি অনেক বেশি ভালো সে প্রশ্ন করে আপনাকে বিব্রত করতে চাই না। তারচেয়ে চলুন, আমরা আজ পাশাপাশি বসে এককাপ “চা” পান করি। সেই সেদিনের মতো। মনে আছে কি আপনার প্রিয়পুরুষ আমার? সেই যে এককাপ চা,দু’জন মানুষ। না, না, দু’জন না। আমরা তো তখন এক আত্মার একজন মানুষ ছিলাম। শরীর আলাদা থাকলেও আমাদের মন তো এক ছিলো সেদিন তাই না প্রিয়পুরুষ?

আসলে-ই কি আমাদের আত্মা এক ছিলো! নাকি সবটায় ছিলো আমার দেখার বা বোঝার ভুল। জানেন আমার না খুব, খুব জানতে ইচ্ছে করে —-

-আপনি এমন ভাবে কেনো পর হয়ে গেলেন আমার ?
-আপনার সম্পর্কে সবাই যা বলেন তা কি ঠিক বলেন?
-আমি কি আপনার ভালো সময় কাটানোর উপকরণ ছিলাম মাত্র?
-আপনাকে আপন ভেবে নিজের শান্তি বিসর্জন দেওয়া-ই কি অপরাধ ছিলো আমার?
-আমার জন্য কি আপনার পাষাণ মন একটুও কাঁদে না?

-আমাকে কি ভুল করে ভুলেও মনে পড়ে আপনার?

জানি তো পড়ে — “না– আআআয়য়…”।

আচ্ছা, আল্লাহ ভালো রাখুক আপনাকে,
“হে প্রিয়পুরুষ আমার।”

কি বলতে হবে—–?
“শুভ জন্মতারিখ প্রিয়পুরুষ আমার।”

সত্যি-ই কেউ নই আমি আপনার…

১৯.১১.২০২৩ খ্রীস্টাব্দ।

বিঃদ্রঃ কি? ভেবে ছিলেন আমি ভুলে গেছি আপনার জন্মতারিখ? তা কি সম্ভব প্রিয়পুরুষ আমার? ইচ্ছে ছিলো এবার সবার আগে আপনার কপালে ভালোবাসার চুম্বন এঁকে চোখে চোখ রেখে বলবো–
“শুভ জন্মতারিখ প্রিয়পুরুষ আমার।”

তা যখন হলো না আমার নসিবে। তখন চোখ বন্ধ করে মনে মনে গভীরভাবে আপনার সু-ঘ্রাণ সবটুকু টেনে নিয়ে সবার শেষে, জ্বী, হ্যাঁ সবার শেষে, শেষ প্রহরে আপনাকে জানাই —

💭💭💭”শুভজন্ম তারিখ প্রিয়পুরুষ আমার”💭💭💭

সর্বশেষ