বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, মে ৩, ২০২১
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে ভর্তি করা হয়েছে সোমবার। তার অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকের সিসিইউতে হস্তান্তর করা হয়।
এদিকে তাৎক্ষণিক সোমবার রাত সাড়ে দশটায় নগরীর হযরত শাহ আমানত (রহঃ) মাজারে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছেন সাবেক মন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, জেলা বিএনপি’র সাবেক প্রশক্ষিণ বিষয়ক নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহবায়ক এডঃ তৌহিদুল আলম মাসুদ, আমান উল্লাহ বাবু সহ নেতৃবৃন্দ।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাফেজ মাওলানা আবদুল করিম।