সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দক্ষিণ জেলা বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি::

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্দোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদে জুমা হযরত শাহ্ সূফী আমানত খাঁন (রঃ) মাজার সংলগ্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আমানত খাঁন (রঃ) জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ তবারক আলী।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নাম বেগম খালেদা জিয়া। চলমান আন্দোলনে আজকে তাকে আমাদের খুব দরকার। কিন্তু সরকার তাকে মুক্তি না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাঁর মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বাধ্য করতে হবে।

দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে এডভোকেট ফোরকান, লায়ন নাজমুল মোস্তফা আমিন, মজিবুর রহমান, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, হাজী মোহাম্মদ রফিক, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, এডভোকেট কাশেম চৌধুরী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দীন চৌধুরী , কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমান, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সেলিম চৌধুরী, বিএনপি নেতা আবুল হোসেন, শামশুল আলম, একেএম জসীম উদ্দীন, আবদুল মাবুদ, আবু তৈয়ব চৌধুরী, আবুল হাশেম, নাছির খাঁন, গোলাম মাঈনুদ্দীন, সেলিম সিকদার, আবু সায়েম, মোহাম্মদ আনোয়ার, শ্রমিক দল নেতা আবু নোমান চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, নুর শাহেদ খাঁন রিপন, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌলানা আবদুল করিম ছানবী, যুবদল নেতা এডভোকেট তারেক, মোহাম্মদ সোলাইমান, ছাত্রদল নেতা মোহাম্মদ রাসেল, নয়ন উদ্দীন, স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান আহমেদ শান্ত প্রমূখ।

সর্বশেষ