সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

খাগড়াছড়িতে অভিভাবকদের নিয়ে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার

প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

প্রতিনিধি, খাগড়াছড়ি :
পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প, চেলাছড়া সেন্টারের উদ্যোগে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অভিভাবকদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ির সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে চেলাছড়া পাড়া প্রকল্প কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি বাস্তবায়ন করেন আগাপে এবং অর্থায়ন করেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প, চেলাছড়া সেন্টারের এলসিসির সদস্য যশোবর্ধন ত্রিপুরার সভাপতিত্বে সেমিনারে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজর্ষি চাকমা অতিথি বক্তব্যে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বক্তব্য দেন।

সেমিনারে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প, চেলাছড়া সেন্টারের প্রজেক্ট ম্যানেজার দিলীপ কুমার ত্রিপুরা, প্রকল্পের এলসিসির সদস্য শ্যামলাময় ত্রিপুরা সহ প্রকল্পের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক-শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দেন।

এসময় বক্তারা এলাকার বাসিন্দাদের শিশুদের সঠিক যত্ন, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

সর্বশেষ