বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: রবিবার, মে ১৬, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) রাতে চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফয়সাল সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী ও চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এনামুল হক মেম্বারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।তিনি বলেন, ফয়সালের বিরুদ্ধে চলমান সহিংসতার ঘটনায় ১০-১২টি মামলা রয়েছে। রোববার (১৬ মে) তাকে আদালতে নেয়া হবে।

ছাত্রলীগ নেতার গ্রেফতারের বিষয়ে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, কাদের মির্জার লোক রাসেল প্রকাশ্যে গুলি করেছে। এ ঘটনার ভিডিও পুলিশের কাছে থাকলেও তাকে গ্রেফতার করা হয়নি। কিন্তু আমাদের নেতাকর্মীদের হয়রানি ঠিকই করা হচ্ছে।

উল্লেখ্য, রোববার বিকেলে কাদের মির্জা পৌরসভায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দিলে একইসময় বাদল গ্রুপও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ

সর্বশেষ