শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

কোতোয়ালিতে সিএনজির ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ৯, ২০২১

সড়ক দূর্ঘটনা

নগরীর কোতোয়ালীতে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় আরকান নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরকান নগরীর তুলাতলী জালেশ্বর এলাকার মোস্তফা কামালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক শিশুকে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসেন এক সিএনজি চালক। পরে ওই শিশুকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ