মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

কোতোয়ালী থানার ছাত্রদলের ইফতার বিতরণ

প্রকাশিত: শনিবার, এপ্রিল ২৪, ২০২১

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নগরীর কোতোয়ালী থানা ছাত্রদলের পক্ষ থেকে ২০ নং দেওয়ান বাজার ও ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান।

শনিবার (২৪ এপ্রিল) বাদে আসর থেকে ইফতার পর্যন্ত তিনি ছাত্রদল নেতাদের সাথে নিয়ে নগরীর ভাসমান রোজাদার ও অসহায় মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন।

এসময় আবদুল মান্নান বলেন, করোনার মারাত্মক প্রভাবে সারা বিশ্ব আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি। বাংলাদেশেও লকডাউন ঘোষণা করেছে সরকার। হোটেল রেস্তোরাগুলোও বন্ধ থাকায় ভাসমান মানুষেরা চরম অসহায় হয়ে পড়ছে । তাই তারা যাতে রোজা রেখে ঠিক
মতো ইফতার করতে পারে সেজন্য তাদের পাশে থাকা উচিত। তিনি সমাজের বিত্তশালী সামর্থ্যবান সকলের প্রতি অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, যুগ্ম সম্পাদক ওসমান গনি, নগর যুবদলের সমাজ কল্যান সম্পাদক মোঃ সালাউদ্দিন, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুদ্দিন যুবরাজ, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল হাসান সোনা মানিক, নগর হিন্দু ছাত্র ফোরামের সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লু, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এয়াকুব আলী জুয়েল, আহমেদ সেতাফ, সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, যুবদল নেতা মোঃ কফিল, নগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নাবিল, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মুন্না, কোতোয়ালী থানা ছাত্রদল নেতা শাহনেওয়াজ তুষান, আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রদল নেতা আবদুল হাদি মাসুদ, রাফি, তুহিন, দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ রিপন, রাহাদ, সুজন দে, যুবদল নেতা মোঃ ডালিম, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম আলী শাওন, সালমান, মানিক প্রমূখ।

সর্বশেষ