বুধবার, ৩১ মে ২০২৩

কোতোয়ালীতে ফেনসিডিল-গাঁজাসহ গ্রেফতার তিনজন

প্রকাশিত: রবিবার, মে ১৬, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট:

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিল-গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (১৬ মে) বিকালে জানিয়েছেন কোতোয়ালী জোনের (এসি) অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।

গ্রেফতারকৃতরা হলেন- মো.শহিদুল ইসলাম (৪২), বাবলু মজুমদার (৪৬) ও আব্দুল কাদের (৪৫)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, শনিবার রাতে একশত ৮০ বোতল ফেনসিডিল এবং সাড়ে ৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বাবলু মজুমদার ও আব্দুল কাদের জিজ্ঞাসাবাদে জানায়, ফেনসিডিল গুলো পলাতক মো.কায়ছার এর নিকট হতে আব্দুল কাদের ফেনসিডিল গুলো ক্রয় করে বেশী দামে বিক্রি করে।

এ ঘটনায় এসআই সুকান্ত চৌধুরী বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন। গ্রেফতার বাবলু মজুমদার বিরুদ্ধে দুইটি ও আব্দুল কাদের বিরুদ্ধে আটটি বিভিন্ন থানায় মামলা রয়েছে।

সর্বশেষ