সোমবার, ২৭ মার্চ ২০২৩
প্রকাশিত: রবিবার, এপ্রিল ২৫, ২০২১
মীরসরাই উপজেলায় বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। তবে করোনা মহামারিতে লকডাউনের কারণে যানবাহন বন্ধ থাকায় কৃষি শ্রমিক সংকটে পড়েছেন এখানকার কৃষকরা। এজন্য সময় পেরিয়ে গেলেও পাকা ধান ঘরে তুলতে পারছেনা তারা। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছে মীরসরাই উপজেলা ছাত্রলীগের নেতামর্কীরা।
রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর এলাকার কৃষক সিরাজ দৌলার ৩ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের ৩০-৩৫ জন নেতাকর্মী অংশ নেয়।
এসময় মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, একরামুল হক সোহেল, জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, সদস্য রিফাত হোসেন সাদ্দাম সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ। আমরা কৃষক সিরাজ দৌলার তিন বিঘা জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে।
রানা আরও বলেন, উত্তর জেলা ছাত্রলীগের নির্দেশ ক্রমে ও মীরসরাইয়ে আগামীর কর্ণধার মাহবুব রহমান রুহেলের পরামর্শে আমরা কৃষকের পাশে দাড়িয়েছি। এছাড়াও উপজেলার কোন কৃষক যদি ধান কাটতে শ্রমিক সংকটে পড়ে উপজেলা ছাত্রলীগকে খবর দিলে আমরা তাদের সবাত্মক সহযোগিতা করবো।
সিরাজ দৌলা বলেন, দুঃসময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার পাকা ধান কেটে দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।