বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

কুমিল্লার জাহাজ শ্রমিকের লাশ পাওয়া গেল সীতাকুণ্ডে

প্রকাশিত: রবিবার, নভেম্বর ১৯, ২০২৩

সীতাকুণ্ড প্রতিনিধি ::

সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে এমদাদুল হক রাসেল (২২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুমিরা সাগর উপকূলীয় এলাকা থেকে নৌ-পুলিশ তার লাশ উদ্ধার করে। সে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মাহিনী বাজার এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

কুমিরা নৌ-পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের উপকূলীয় এলাকার মাদার স্টিল শিপ ইয়ার্ড থেকে তিনশত গজ দূরে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে নৌ পুলিশকে খবর দেয়।

পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের (ব্যক্তির) প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। পানিতে মোবাইল বন্ধ হয়ে গেলেও সেই মোবাইলের সিম অন্য মোবাইলে ট্রান্সফার করা হয়। পরে সিমের সংরক্ষিত মোবাইল নম্বর দিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।

পারিবারিক সূত্রে নৌ-পুলিশ আরো জানায়, এমদাদুল হক রাসেল নোয়াখালী জেলার হাতিয়ায় নাবিল-২ নামের একটি পাথরবাহী জাহাজে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত শুক্রবার (১৭ নভেম্বর) ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে প্রবল বাতাসে জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা অন্য শ্রমিকরা সাঁতরে তীরে এলে এমদাদুল হক রাসেল সাগরের উত্তাল ঢেউয়ে ডুবে যায়।

নিহতের ভাই অহিদুল্লাহ বলেন, কুমিরা নৌ -পুলিশের মাধ্যমে ভাইয়ের লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। খোঁজাখুঁজির পর আমরা হাতিয়া থানায় একটি নিখোঁজ জিডি করি।

কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। গাউসিয়া কমিটি লাশ উদ্ধারে নৌ-পুলিশকে সহযোগিতা করে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ