মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ১৬, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট :
কারাবন্দী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের পরিবারের সাথে ঈদ উল ফিতর উদযাপন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন।
ঈদের দিন ও পরেরদিন মো. মসহিন বিভিন্ন সময়ে গ্রেফতার দক্ষিণ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের বাসায় যান। এসময় তাদের পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ সময় কাটিয়ে তাদের সান্ত্বনা দেন।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের সাথে ঈদ করতে এসেছি। আমরাও আপনাদের সন্তান, বাকশালি কারাগারে আপনার এক সন্তানকে বন্দি করে রাখলেও হাজারো সন্তান আপনার পাশে আছে। যে কোনো বিপদে আপদে আমাদের জানাবেন, দেশনায়ক তারেক রহমান আপনাদের পাশে থাকবেন সব সময়।
তিনি আরো বলেন, জুলুমের কারাগারে বন্দী পুরো বাংলাদেশ। আমাদের স্বাধীনতার যে চেতনা সেটা রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতন নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা মোঃ শাহাদাত হোসেন, রবিউল হোসেন রবি, শেখ মোহাম্মদ হোসেন নয়ন, মনসুর আলম, তৌহিদুল ইসলাম , মারওয়ান উদ্দিন মারুফ, মোঃ শাকিল, মোহাম্মদ নয়ন, মাহিন প্রমূখ।