বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হয়েছে কার্প জাতীয় মাছের পোনা

প্রকাশিত: রবিবার, মে ২, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, রাঙামাটি :

রাঙামাটি কাপ্তাই হ্রদে কাপজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ ও বেকার হয়ে পড়া জেলেদের ভিজিএফ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে বিএফডিসির ঘাটে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজন মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন রাঙামাটির সাংসদ ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, আগে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজ্জনের জন্য তিনমাস মাছ আহরণ বন্ধ থাকলেও বেকার হয়ে পড়া জেলেদের কোন সহযোগীতা করা হতো না, জীবিকার কারণে জেলেদের মাছ আহরণ করতে হতো নিষেধাজ্ঞা থাকা সময়টাতে। কিন্তু ২০০৮সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বেকার হয়ে পড়া জেলেদের ভিজিএফ কাজের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। এখন আর জেলেরা চুরি করে মাছ ধরে না, যার ফলে কাপ্তাই হ্রদে বহু বিলুপ্ত প্রজাতির মাছের সন্ধ্যানও পাওয়া যাচ্ছে।

এতে বিশেষ অতিথি ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. মো: আবদুল লতিফ, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

পরে ১০জনকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণের মধ্যদিয়ে ভিজিএফ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও কারেন্ড জাল পোড়ানো হয়।

সর্বশেষ