বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে অভিযান : অস্ত্র মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২০, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, রাঙামাটি :

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়াধীন দুর্গম পাহাড়ী এলাকা থেকে অস্ত্র মামলার এক পলাতক আসামীকে আটক করেছে। বুধবার মধ্য রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম থোয়াই অং জাই মারমা। সে ইউনিয়নের মুরালী পাড়া এলাকার মংবা খই মারমার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের দিক-নির্দেশনায় এসআই মোঃ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে এসআই মোঃ ইখতিয়ার হোসেন, এএসআই আবু জাফর, এএসআই সারোয়ার হোসেন, এএসআই আরিফুর রহমান সহ অন্যান্য সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক এ আসামীকে আটক করতে সক্ষম হয়।

আটক থোয়াই অং জাই মারমাকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন।

সর্বশেষ

সর্বশেষ